৪ মাস তারা জামিন চাইতে পারবেন না: হাইকোর্ট
শাশুড়ির প্রায় শত কোটি টাকা আত্মসাতের অভিযোগের মামলায় গ্রেপ্তার বগুড়ার এক দম্পতি জামিন আবেদনে প্রতারণার আশ্রয় নেয়ায় চার মাস কোনো আদালতে জামিন চাইতে পারবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। ওই দম্পতি হলেন, আনোয়ার হোসেন রানা ও আকিলা সরিফা সুলতানা খানম আঞ্জুয়ারা।
আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) তাদের জামিন আবেদন সরাসরি খারিজ করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।
আদালতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী বলেন, গত বছরের ৩ ডিসেম্বর নিম্ন আদালতে তাদের জামিন আবেদন খারিজ হয়। ওই খারিজাদেশের বিরুদ্ধে তারা প্রথমে হাইকোর্টের একটি বেঞ্চে জামিন আবেদন করে। পরে তারা আরও একটি বেঞ্চে ফের জামিন আবেদন করে। সর্বশেষ এই আদালতে তারা জামিন আবেদন করে।
বিষয়টি আদালতের নজরে আসায় মঙ্গলবার তাদের আবেদন সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পাশাপাশি চার মাস তারা জামিন চাইতে পারবেন না বলে আদেশ দেন।
শেখ সোহান