বিশ্বে বেড়েছে করোনা সংক্রমণ, কমেছে মৃত্যু
বিশ্বে চলমান করোনা মহামারিতে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা আবারো বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে মৃত্যু। গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে সাড়ে আট হাজারের বেশি মানুষ। একই সময়ে নতুন করে আক্রান্ত ছাড়িয়েছে তিন লাখ ৭২ হাজার। আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগী বেড়েছে ২০ হাজারের বেশি।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা আরও কমেছে। তবে আবারও বেড়েছে মৃত্যু। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে প্রায় চার হাজার জন। সংক্রমণ শনাক্ত হয়েছে ৭০ হাজারের কম। গেল এক এপ্রিলের পর এটিই সবচেয়ে কম আক্রান্তের সংখ্যা।
চলতি মাসে প্রথমবারের মতো রোববার করোনায় দুই হাজারের নিচে মৃত্যু রেকর্ড হয়েছে ব্রাজিলে। এদিন ল্যাটিন অ্যামেরিকার দেশটিতে মারা গেছে ১১শ’ জনের বেশি। সংক্রমণ শনাক্ত হয়েছে ৩৭ হাজার।
করোনায় মৃত্যু কমেছে যুক্তরাষ্ট্রেও। এদিন দেশটিতে মারা গেছে মাত্র ১০০ জন। কমে গেছে সংক্রমণও। মাত্র পাঁচ হাজারের মতো মার্কিনীর শরীরে মিলেছে প্রাণঘাতি ভাইরাসটি।
তবে, এদিন ৫৮৬ জন মারা গেছে কলম্বিয়ায়। আর্জেন্টিনায় নেমে এসেছে আড়াই শতাধিকে। এছাড়াও রাশিয়ায় মারা গেছে ৩৫৭ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছে ৩৮ লাখ ১৯ হাজারের বেশি মানুষ। আক্রান্ত ছাড়িয়েছে ১৭ কোটি ৬৭ লাখ। তবে এদের মধ্যে সুস্থ হয়েছে ১৬ কোটি ৭৪ লাখের বেশি মানুষ।
এসএন