পানিতে ডুবে শিশুর মৃত্যু
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত ও ব্যাক্তির নাম- ইসমাইল হোসেন (২)। শিশুটি ওই গ্রামের সোহরাফ হোসেনের ছেলে।
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন জামালপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. জাহিদ হাসান শুভ।
স্বজনরা জানায়, বিকেলের দিকে বাড়ির উঠানে খেলছিল ইসমাইল। এরই মধ্যে নিখোঁজ হলে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে পাশের পুকুর পাড়ে তার স্যান্ডেল পড়ে থাকতে দেখে পানিতে খোঁজা হয়। এসময় ইসমাইলকে ভাসমান অবস্থায় পাওয়া যায় এবং তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।