ইসরায়েলে এক ভোটের হারে নেতানিয়াহু যুগের অবসান
ইসরায়েলে পতন ঘটেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুগের। দীর্ঘ ১২ বছর শাসনের পর নবগঠিত জোট সরকার সংসদের অনুমোদন পাওয়ায় তার বিদায় ঘটে। গতকাল রোববার মাত্র এক ভোটের ব্যবধানে পার্লামেন্টে নতুন সরকার গঠনের জন্য আস্থা ভোটে হেরে ক্ষমতা থেকে নেতানিয়াহুকে সরে যেতে হয়।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহু সরকারের পক্ষে পড়ে ৫৯টি ভোট। আর নতুন জোট সরকার গড়ার পক্ষে ভোট দেয় ইসরায়েলি পার্লামেন্টের ৬০ সদস্য।
ফলে সরকার গঠনের জন্য সংখ্যাগরিষ্ঠতা পায় ইসরায়েলের আট বিরোধী দলীয় জোট। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন ডানপন্থী নেতা নাফতালি বেনেট। জোট গঠনের শর্ত হিসেবে বেনেট ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। পরবর্তী দুই বছরের জন্য মধ্যপন্থী ইয়েস আতিদ পার্টির জাইর লাপিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি।
ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইতোমধ্যে জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নাফতালি বেনেত। স্থানীয় সময় রোববার বিকেলে পার্লামেন্টে অধিবেশন শুরু হওয়ার পর নেতানিয়াহুর পাশাপাশি বিরোধী জোটের দুই নেতা নাফতালি বেনেত ও ইয়ার লাপিদ বক্তব্য দেন। পরে ভোটে বিরোধী জোটের পক্ষে রায় যায়।
এদিকে, বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলার বিচার চলছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় বসেন নেতানিয়াহু।
এসএন