আর্কাইভ থেকে অপরাধ

মির্জা ফখরুল-মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখিয়েছে ডিবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)।

আজ শুক্রবার (৯ ডিসেম্বর) ডিবি অফিসে জিজ্ঞাসাবাদে আটক অবস্থায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিলাম। জিজ্ঞাসাবাদ শেষে ৮ তারিখের ঘটনায় তাদের নির্দেশদাতা হিসেবে গ্রেপ্তার করেছি। আজই তাদের আদালতে হাজির করা হবে।

এর আগে বৃহস্পতিবার রাতে তাদেরকে নিজ নিজ বাসা থেকে আটক করে ডিবি পুলিশ।

পরে শুক্রবার হারুন অর রশীদ জানিয়ে ছিলেন, বুধবার রাতে বিএনপি কার্যালয়ের ভেতর থেকে ককটেল ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করা হয়। এছাড়া আগামীকাল বিএনপির সমাবেশ। এই সমাবেশকে সামনে রেখে কোনো নাশকতার পরিকল্পনা রয়েছে কি না জিজ্ঞাসাবাদের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন