সমাবেশের অনুমতি পেলো বিএনপি
আগামীকাল শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করবে বিএনপি। পুলিশের অনুমতি পেলে সেখানে সমাবেশ করা হবে।
আজ শুক্রবার (৯ নভেম্বর) দুপুরে ডিএমপি কার্যালয় থেকে বের হয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানান।
ডা. এজেডএম জাহিদ বলেন, আমরা গেলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি চেয়েছি। পুলিশ জানিয়েছে এ বিষয়ে জানাবে। অনুমতি পেলে সেখানে সমাবেশ হবে।
তিনি বলেন, পুলিশ আমাদের মৌখিক অনুমতি দিয়েছে। লিখিত দিতে বলেছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএনপিকে গেলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি দেয়া হবে।