করোনাভাইরাস শনাক্তকরণের কিট উদ্ভাবন করেছে বাংলাদেশি বায়োটেক কোম্পানি
করোনাভাইরাস শনাক্তকরণের কিট উদ্ভাবন করেছে বাংলাদেশি বায়োটেক কোম্পানি ‘ওএমসি হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড’। ইতোমধ্যে উদ্ভাবিত আরটি-পিসিআর টেস্ট কিটটি ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পেয়েছে।
কোভিড-১৯ মহামারিকালে বিদেশ থেকে সময়মতও চাহিদা অনুযায়ী করোনার টেস্টের কিট আনা বড় এক চ্যালেঞ্জ। এমন অবস্থায় দেশেই তৈরি শুরু হলো করোনাভাইরাস শনাক্তকারী কিট যা ওষুধ প্রশাসনের অনুমোদনও পেয়েছে। ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র নির্ধারিত নিয়ম শতভাগ মেনে, ‘ওএমসি হেলথেকেয়ার’, আরটি-পিসিআর কিটটি তৈরি করছে।
আমদানি করার কিটের চেয়ে ৩০ থেকে ৪০ শতাংশ কম খরচে ওএমসি হেলথকেয়ারের কিট দিয়ে টেস্ট করা যাবে। প্রাথমিকভাবে প্রতিদিন ৪০ থেকে ৫০ হাজার কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্ট কিট উৎপাদন করতে পারবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মেজবাহুল কবির।
উদ্ভাবিত কিটটি, কোভিড-১৯ ভাইরাসের মিউটেশনের ধরণ শনাক্তকরণে পুরোপুরি সক্ষম। ফলে, ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটি বাংলাদেশের জন্য অন্যতম হাতিয়ার হতে পারে বলে মনে করেন মেজবাহুল কবির।
কোভিড-১৯ মহামারি মোকাবিলা করে, দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ওএমসি হেলথকেয়ারের, ‘কোভিড-১৯ আরটি-পিসিআর টেস্ট কিট’- এমন আশা, এই কর্মকর্তার।
শেখ সোহান