আর্কাইভ থেকে ক্রিকেট

জিততে হলে বাংলাদেশকে পাহাড় নয়, পর্বত টপকাতে হবে

ঈশান কিশানের ডাবল সেঞ্চুরি আর বিরাট কোহলির সেঞ্চুরিতে রানের পর্বত গড়লো ভারত। কারণ ওয়ানডেতে ৪০৯ রানকে পাহাড় না বলে লিটনদের জন্য পর্বত বলাই ভালো। তাই ম্যাচ জিততে হলে বাংলাদেশকে পাহাড় নয়, পর্বত টপকাতে হবে।

তবে আগের দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে রেখেছে টাইগাররা।

শনিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামে শেষ ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের দিশেহারা করে দেন কোহেলিরা। ৫০ ওভার শেষে দলীয় সংগ্রহ ৪০৯ রান।

ভারতে রান উৎসবে বড় অবদান রয়েছে দলটির তারকা ব্যাটার বিরাট কোহলিরও। পাক্কা ৩ বছর ৩ মাস পর ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন বিরাট। সর্বশেষ তার ব্যাট থেকে শতক এসেছিল ২০১৯ সালের আগস্টে। বিরাট ১১ চার ও ২ ছক্কায় ১১৩ রান করে মাঠ ছাড়েন।

ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে কিশান ২৪ চার ও ১০ ছক্কায় সংগ্রহ করেন ২১০ রান।

টাইগাররে পক্ষে সাকিব, এবাদ ও তাসকিন দুটি করে উইকেট পান।

এ সম্পর্কিত আরও পড়ুন