প্রকাশ্যে এলো মাহির বেবি বাম্প
বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সময় যত যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে তার বেবি বাম্প। আর এই জার্নিটা দারুণ উপভোগ করছেন মাহি। আর তাই ভক্ত-শুভাকাঙক্ষীদের সঙ্গেও ভাগ করে নিলেন নিজের বেবি বাম্পের ছবি।
বর্তমানে স্বামীসহ অবকাশ যাপনে কক্সবাজারে অবস্থান করছেন এ নায়িকা। সেখান থেকেই নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করলেন মাহি।
সোশ্যাল মিডিয়ায় মাহির পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রের পাড়ে বহুতল এক ভবনের রুমে দাঁড়িয়ে আছেন মাহি ও রাকিব। তাদের দৃষ্টি আটকে আছে সমুদ্রের উত্তাল ঢেউয়ে। অবশ্য এই দম্পতির রোমান্টিক ছবিরও দেখা মেলে। মায়াভরা দৃষ্টিতে একে অপরের দিকে অপলক তাকিয়ে দুজন। বেশ ঢিলেঢালা পোশাক পরলেও সেই ছবিগুলোতে স্পষ্ট মাহির বেবি বাম্প।
এর আগে গত ১২ সেপ্টেম্বর রাতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে ফেসবুক স্ট্যাটাসে মাহি লেখেন, ‘আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ, আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
সন্তানের নাম প্রসঙ্গে নায়িকা জানিয়েছেন, ‘আমার মেয়ে হলে নাম রাখবো ফারিশতা। ছেলে হলে এখনও ঠিক করিনি। আমি জানি, আমার মেয়েই হবে ইনশাআল্লাহ।’
২০১৬ সালের ২৪ মে মাহিয়া মাহি বিয়ে করেন সিলেটের মাহমুদ পারভেজ অপুকে। পাঁচ বছর পর তার সঙ্গে বিচ্ছেদ ঘটে। ২০২১ সালের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যমবসায়ী রাকিব সরকারের সঙ্গে গাঁটছড়া বাধেঁন মাহি; তাদের সংসারেই প্রথম সন্তানে আগমন ঘটছে।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ২৭ অক্টোবর রাজশাহীতে মাহিয়া মাহির জন্ম। তার আসল নাম শারমিন আক্তার নিপা। তবে বিয়ের পর স্বামীর নাম থেকে সরকার পদবি নিয়ে তিনি এখন মাহিয়া মাহি সরকার। সবশেষ গত ৭ অক্টোবর মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘যাও পাখি বলো তারে’।