ফুলবাড়ীতে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে সারা দেশে বিএনপির জ্বালাও পোড়াও, সন্ত্রাস, জঙ্গিবাদ, দেশবিরোধী ষড়যন্ত্র, বোমাবাজি এবং সাজাপ্রাপ্ত আসামী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে দিয়ে দেশ পরিচালনার হুমকির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ।
আজ শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২ টায় কাচারীমাঠ কেন্দ্রীয় মিনার থেকে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ করে আবারও কেন্দ্রীয় শহিদ মিনার চত্তরে এসে এক প্রতিবাদ সমাবেশে অংশ নেন।
সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহাজাহান আলী বাদশা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিঠু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল খালেক বসুনিয়া, মৎসলীগ সভাপতি আতাউর রহমান রতন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌকির হাসান তমাল ও সাধারণ সম্পাদক মুসাব্বির রহমান হ্যাভেন প্রমূখ।