আর্কাইভ থেকে আইন-বিচার

নবনিযুক্ত তিন বিচারপতিকে সংর্বধনা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত তিন বিচারপতিকে সংর্বধনা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়।

রোববার (১১ ডিসেম্বর) সকালে আপিল বিভাগের প্রধান বিচারপতির এজলাস কক্ষে তাদের সংর্বধনা দেয়া হয়।

সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুযায়ী, নতুন বিচারপতি গৌরবময় কর্মজীবন পড়ে শোনান,অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির। এরপর সংর্বধনার জবাবে আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম বক্তব্য রাখেন। এ সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল বিভাগের অন্যান্য বিচারপতিবৃন্দ ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৮ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নির্দেশক্রমে হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেয়া হয়। নতুন নিয়োগ পাওয়া আপিল বিভাগের বিচারপতিরা হলেন- বিচারপতি মো. আশফাকুল ইসলাম,বিচারপতি মো. জাফর সিদ্দিকী,বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।

রাষ্ট্রপতির নির্দেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের কর্মরত তিনজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ হতে আপিল বিভাগে বিচারক নিয়োগ করেছেন।

পরে ৮ ডিসেম্বর বিকেল ৪ টা ১৫ মিনিটে নতুন নিয়োগ পাওয়া বিচারপতিদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে বর্তমানে ৬ জন বিচারপতি রয়েছেন। নতুন তিনজন বিচারপতি নিয়োগের মাধ্যমে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়ালো ৯ জনে।

এ সম্পর্কিত আরও পড়ুন