আর্কাইভ থেকে ফুটবল

নেইমারের আবেগময়ী পোস্টে কাকা, পেলে ও সুয়ারেজের মন্তব্য

হেক্সা মিশনের লক্ষে বেশ শক্তিশালী দল নিয়ে খেলতে এসেছিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু ক্রয়েশিয়ার বিপক্ষে হারের পর কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেল সেলেসাওরা। অতিরিক্ত মিনিটে গোল দিলেও ডিফেন্স এর করা ভুলে দলকে জিতাতে পারেনি দলের পোস্টার বয় নেইমার জুনিয়র। টাইবেকারে দলের পরাজয়ের পর কান্নায় ভেঙ্গে পরেন তিনি।

দল হারলেও তিনি ব্রাজিলের ইতিহাসে করেছিলেন অনন্য এক রেকর্ড। সেলেসাওদের হয়ে পেলের করা ৭৭ গোলের রেকর্ডে ভাগ বসিয়ে ছিলেন তিনি। কিন্তু এই দিনটাও যে তাকে কেঁদেই ভাসাতে হলো।

কোয়াটার ফাইনালে হারের পর শনিবার (১১ ডিসেম্বর) নেইমার তার ইনস্টাগ্রামে একটি আবেগময়ী পোস্ট করেন নেইমার। সেখানে তিনি বলেন, আমি মানসিকভাবে ধ্বংস হয়ে গেছি। এই পরাজয় আমাকে সবচেয়ে বেশি আঘাত করেছে। ম্যাচ শেষে আমি অবিরাম কান্না করেছি প্রায় ১০ মিনিটের মতো। দুর্ভাগ্যবশত, এটি আমাকে দীর্ঘ সময়ের জন্য আঘাত করেছে। আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। আমি আমার সতীর্থদের জন্য গর্বিত। কারণ তাদের মধ্যে প্রতিশ্রুতি এবং উত্সর্গের অভাব ছিল না। দলটির এটি প্রাপ্য ছিল (জয়), আমরা এটার প্রাপ্য ছিলাম, ব্রাজিলও এটার প্রাপ্য ছিল। কিন্তু ঈশ্বর তা চাননি। মাঠের ভেতরের প্রত্যেকের ত্যাগ ও স্নেহ অনুভব করেছি। আমাদেরকে সমর্থন দেয়ার জন্য এবং জাতীয় দলের পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দুর্ভাগ্যবশত আমরা কাজটি করতে পারেনি। এটি দীর্ঘ, দীর্ঘ সময় আঘাত করে যাবে। ঈশ্বর, সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমাকে সবকিছু দিয়েছেন। তাই আমার কোনো অভিযোগ নেই। শুধু আমাকে দেখার জন্য আপনাকে ধন্যবাদ, সমস্ত সম্মান এবং গৌরব সবসময় আপনার জন্য।

নেইমারের ওই আবেগী স্ট্যাটাসে মন্তব্য করেন তিন বারের বিশ্বকাপ জয়ী ফুটবল সম্রাট পেলে, ব্রাজিলের হয়ে ২০০২ সালের বিশ্বকাপ জয়ী তারকা কাকা এবং সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজ।

পেলে তার কমেন্টে লেখেন, উৎসাহের সঙ্গে চালিয়ে যাও।

কাকা লেখেন, ঈশ্বর তোমার সঙ্গে আছে। সঙ্গে আমরাও রয়েছি। তোমার এ নৈপূর্ণতা চালিয়ে যাওয়া। আমরা এটাকে উপভোগ করতে চাই। আমি তোমার সৌন্দর্যকে ভালোবাসি।

বার্সেলোনা সতীর্থ এবং উরুগুয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ লেখেন, শক্তিশালী হও এবং জেগে উঠো। অনেক সময় আমরা পড়ে যাই। কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার জন্য শক্তি থাকে। কারণ আমরা এই সুন্দর খেলায় সফল হওয়ার জন্য লড়াই করি। শক্ত থাকো ছোট ভাই।

এ সম্পর্কিত আরও পড়ুন