আর্কাইভ থেকে দেশজুড়ে

অবৈধ ইট ভাটা ও ট্রাক্টরের বেপরোয়া চলাচলে ভেঙে পড়ছে সড়কপথ

নরসিংদীর পলাশ উপজেলায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অর্ধশতাধিক অবৈধ ইট ভাটা। আর এসব ভাটায় ইট তৈরিতে ব্যবহার করা হচ্ছে ফসলি জমির মাটি। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষি জমি অন্যদিকে ট্রাক্টরের বেপরোয়া চলাচলে ভেঙে পড়ছে সড়কপথ। 

উপজেলার কাজিচর গ্রামে কৃষি জমিতে গড়ে উঠেছে মেসার্স একতা ব্রিকফিল্ড। এর পাশেই ভ্যাকু মেশিন দিয়ে ৩০ থেকে ৪০ ফুট গর্ত করে কাটা হচ্ছে ফসলি জমির মাটি। যা কয়েক মিনিট পর পর ট্রাক্টর ভরে নিয়ে যাওয়া হচ্ছে আশেপাশের ইটভাটা গুলোতে।

শুধু কাজিচর নয়, এমন দৃশ্য এই ইউনিয়নের অধিকাংশ গ্রাম গুলোতেই।

স্থানীয়রা জানান, এই ইউনিয়নে রয়েছে ১৭টি ইটভাটা। যার একটিতেও নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র।

এসব অবৈধ ইটভাটা ও বেপরোয়া ট্রাক্টর চলাচলে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাধাঁর মুখে পড়ছে বলে জানান, নরসিংদী ডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সাবের-উল হাই।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন। 

এলাকার কৃষি জমি রক্ষার পাশাপাশি দীর্ঘদিনের এই দুর্দশা থেকে দ্রুত মুক্তি দিতে সরকার দ্রুত ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন