আর্কাইভ থেকে উত্তর আমেরিকা

ইংল্যান্ডে আবারো বিধিনিষেধ চার সপ্তাহ বাড়ানো হয়েছে

ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবে সংক্রমণ আবার বৃদ্ধি পাওয়ায়, চতুর্থ ধাপের বিধিনিষেধ চার সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছেন ইংল্যান্ড প্রধানমন্ত্রী বরিস জনসন।

এতে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে নিয়মনীতি মেনে চলতে হবে ইংলিশদের। যদিও বিয়ের ক্ষেত্রে অতিথি সংখ্যা বাড়ানোর অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।

১৯শে জুলাইয়ের মধ্যে পূর্ণ বয়স্কদের টিকাদানের হার, এক ডোজ ৮৯ শতাংশ ও দুই ডোজ ৭৬ শতাংশ করার লক্ষমাত্রাও জানিয়েছেন বরিস জনসন।

এদিকে ভারতের রাজধানী দিল্লিতে, চার মাসের মধ্যে সবচেয়ে কম মানুষে কোভিড শনাক্ত হয়েছে। খুলে দেয়া হয়েছে মার্কেট, শপিং মল। সংক্রমণ কমে এসেছে মুম্বাইতেও। লড়াইয়ের সক্ষমতা বাড়াতে, ভারতের জন্য নোভাভ্যাক্স টিকার উৎপাদন শুরু করতে যাচ্ছে সেরাম ইনস্টিটিউট। কোভিডে বিশ্বব্যাপী প্রাণহানী পেরিয়েছে, ৩৮ লাখ ২৭ হাজার। আক্রান্ত ১৭ কোটি ৭০ লাখের বেশি। 

এ সম্পর্কিত আরও পড়ুন