আর্কাইভ থেকে ফুটবল

আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া, টাইব্রেকারে কে এগিয়ে

বিশ্বকাপের নকআউট ম্যাচে খেলার নির্ধারিত সময়ে ফলাফল না আসলে কী হবে? এনিয়ে ১৯৭০ সালে বৈঠক করে ফিফা। তখন প্রস্তাব আসে সিদ্ধান্ত হয় টাইব্রেকারের। তবে এটা পাস হতে হতে লেগে যায় আট বছর।

১৯৭৮ বিশ্বকাপে প্রথম নকআউটে পেনাল্টি শুটআউটের ব্যবস্থা রাখা হয়। যদিও  এ বিশ্বকাপে টাইব্রেকারের দরকার পড়েনি। প্রথম টাইব্রেকারের দরকার পড়ে ১৯৮২ বিশ্বকাপে জার্মানি-ফ্রান্স সেমিফাইনালে।

১৯৮২ সাল থেকে শুরু করে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ৩৪টি ম্যাচ টাইব্রেকারে ফল নির্ধারিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬ বার টাইব্রেকারে যেতে হয়েছে আর্জেন্টিনাকে। জিতেছে পাঁচটি টাইব্রেকারে।

অপর দিকে ক্রোয়েশিয়া এ পর্যন্ত তিনটি টাইব্রেকারের মুখোমুখি হয়েছে। জিতেছে তিনটিতেই।

সেই আর্জেন্টিনা আজ সেমিফাইনালে খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। এই বিশ্বকাপে চারটি কোয়ার্টার ফাইনালের মধ্যে দুটির ফল নির্ধারিত হয়েছে টাইব্রেকারে। সেই দুই টাইব্রেকারের জয়ী দল দুটিই আজ মুখোমুখি হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন