আর্কাইভ থেকে বাংলাদেশ

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২২ নারী ক্রিকেটার

বাংলাদেশ নারী ক্রিকেট দলের আগামী বছরের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত হয়েছে। কেন্দ্রীয় চুক্তিতে ২২ জন নারী ক্রিকেটারকে রাখা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৫ জুন) বিসিবির পরিচালনা পর্ষদের সভায় নারী ক্রিকেটারদের চুক্তি বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, নারী ক্রিকেটে সাম্প্রতিক সাফল্যে সন্তুষ্ট হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেট বোর্ড। নারীদের এশিয়া কাপে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সালমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এশিয়ার সেরা দল হওয়ার মধ্য দিয়ে চলতি বছরে টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। কাল-পরসুর মধ্যে তালিকা জানিয়ে দেয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় নারী দলের এক তারকা ক্রিকেটার বলেন, এটা সত্যিই আমাদের জন্য অনেক বড় সুখবর। আমি আপনার কাছ থেকেই প্রথম এমনটি জানতে পারলাম। এটা আমাদের প্রাণের দাবি ছিল। আমার বিশ্বাস এই চুক্তির আওতায় আসার মধ্য দিয়ে আমাদের ক্রিকেটাররা অনুপ্রাণিত হবেন। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন