আর্কাইভ থেকে ক্রিকেট

হাসপাতালে সাকিব

সোমবার তিনি এসেছিলেন ট্রফি উন্মোচন অনুষ্ঠানে। কিন্তু এরপর ব্যাটিং-বোলিং কিছুই করেননি টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে উমরান মালিকের বলে পিঠে আঘাত পেয়েছিলেন সাকিব আল হাসান। পরবর্তীতে এক্স-রে রিপোর্ট ইতিবাচক আসলেও অস্বস্তিতে ভুগছিলেন সাকিব। পেশিতে কোনো সমস্যা আছে কিনা, সেটি পরীক্ষা করতেই আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) হাসপাতাল গেছেন সাকিব।

আজ সকাল ১১ টার দিকে মাঠে আসেন সাকিব। সতীর্থদের সঙ্গে রসিকতায় অবশ্য সময় কেটেছে তার। হাতে নেননি ব্যাট-বল। পরে চলে যান হাসপাতালে।

মঙ্গলবার সকালে চট্টগ্রামের এক হাসপাতালে যান এই তারকা অলরাউন্ডার। করেয়েছিয়েন স্ক্যান যদিও এখন পর্যন্ত রিপোর্ট জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে গুরুতর কিছুই হয়নি এই টাইগার অধিনায়কের।

তবে প্রথম টেস্টে সাকিবের খেলা নিয়ে আপাতত কোনো সংশয় নেই বলে জানিয়েছে টিম ম্যানেজম্যান্টের একটি সূত্র।

এ সম্পর্কিত আরও পড়ুন