কঙ্গোয় বন্যা-ভূমিধসে নিহত ১০০
পশ্চিম আফ্রিকার দেশ কঙ্গোয় ভয়াবহ বন্যা আর ভূমিধসে ১০০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি এখনও চলছে। জানান দেশটির প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সংবাদমাধ্যম এপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বিবৃতিতে জানান, সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাপ চলছে। রাজধানী কিনসাসায় দুর্ভোগে পরেছেন এক কোটি ২০ লাখ মানুষ। বন্যাদুর্গত রাজধানীর আশপাশের ২৪টি এলাকা। নোংরা পানি আর কাঁদামাটিতে ডুবে গেছে ঘরবাড়ি-স্থাপনা।
সাম্প্রতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটির গালিমা এলাকা। সেখানে প্রাণ হারান ৩৬ জন বাসিন্দা, এখনও চলছে ভূমিধসে চাপা পরা মানুষদের উদ্ধারের কাজ। আশঙ্কা করা হচ্ছে প্রাণহানি বাড়তে পারে।
এরইমধ্যে, দুর্গত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী এবং প্রশাসনিক গভর্নর। সবশেষ, ২০১৯ সালের ভয়াবহ বন্যায় কঙ্গোর রাজধানীতে প্রাণ হারিয়েছেন ৩৯ জন অধিবাসী।