রাজধানীতে কাভার্ডভ্যান চাপায় নিহত ২
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কাভার্ডভ্যান চাপায় দুই জন নিহত ও গুরুতর আহত হয়েছেন আরও দুই জন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ধানমন্ডি ৩২ নম্বরের প্রধান সড়কে বেপরোয়া গতিতে চলা একটি কাভার্ডভ্যান দুটি রিকশাকে চাপা দেয়। রিকশা দুটি কাভার্ডভ্যানের চাপায় চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। ঘটনাস্থলেই দুই জন মারা গেছেন। এছাড়া দুই জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হতাহতরা রিকশা দুটির চালক ও যাত্রী। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছেন। তবে ভ্যানটি পুলিশ জব্দ করেছে।