প্রথম সেশনে বাংলাদেশের দাপট
বাংলাদেশের বোলারদের দৃঢ়তায় ভারতকে চাপে রেখে প্রথম সেশন শেষ করলো টাইগাররা।
বুধবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় টসে হেরে বোলিংয়ে নামা বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাইজুল ইসলাম।
ইনিংসের ১৪তম ওভারে তাইজুলের শিকার হন শুভমন গিল। গিলের বিদায়ের পর রাহুলকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান পেসার খালেদ। এরপর ভারতের মূল তারকা ব্যাটার কোহলিকে মাত্র ১ রানে আউট করেন তাইজুল। আর এতেই প্রথম সেশনে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ২৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৫ রান।
এর আগে, টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের হয়ে অভিষেক হয় উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসানের। দেশের ১০১তম টেস্ট ক্রিকেটার তিনি।
এর আগে শততম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছিল নাঈম শেখের। সফরকারীদের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে আছেন দুই পেসার। ভারতের মতো বাংলাদেশও নামছে তিন স্পিনার নিয়ে।
ভারতের বিপক্ষে টেস্ট রেকর্ড খুব একটা ভালো নয় বাংলাদেশের। এর আগে দুই দল মুখোমুখি হয়েছে ১১ টেস্টে। যেখানে ৯টিতেই হেরেছে টাইগাররা। আর বাকি দুটি টেস্ট ড্র হয়।
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), জাকির হাসান, নাজমুল হোসেন, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।
ভারত একাদশ
লোকেশ রাহুল (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।