আর্কাইভ থেকে ফুটবল

মুখোমুখি হাকিমি বনাম এমবাপ্পে, সেমিতে দুই সতীর্থের দ্বৈরথ

বন্ধু হয়েও একে অপরের শত্রু হিসেবে মাঠে নামবেন পিএসজির দুই সতীর্থ আশরাফ হাকিমি ও কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপের ইতিহাসে আফ্রিকার প্রথম দেশ হিসেবে কোয়াটার ফাইনালের গণ্ডি পেরিয়ে সেমিফাইনালে পৌঁছেছে মরক্কো। অপরদিকে টানা দুইবার শীরোপা জয়ের লক্ষ্যে মরোক্কোর বিপক্ষে সন্দেহ ছাড়াই ফেভারিট ফ্রান্স। কিন্তু মরক্কো এবার ইউরোপীয়ান সব বাঘা বাঘা দলগুলোকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। তাই খেলায় ঘটে যেতে পারে যে কোন ধরনের অঘটনও।

আজ বুধবার (১৪ ডিসেম্বর) রাত ১ টায় ফিফা কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স বনাম মরক্কো।

পিএসজিতে ২০২১ সালে যোগ দেয়ার পর থেকে এমবাপ্পের সঙ্গেই সবচেয়ে ঘনিষ্ঠ হাকিমি। হাকিমিকে ভালোবেসে পেঙ্গুইন ডাকেন এমবাপ্পে। পিএসজির হয়ে গোল করে পেঙ্গুইনের ভঙ্গিতে উদযাপনও করেছেন তিনি।

এমবাপ্পের বন্ধুত্বকে স্মরণ করে স্পেনের বিপক্ষে পেনাল্টি শুট আউটে গোল করে হাকিমিও পেঙ্গুইন উদযাপনে মাতেন।

ম্যাচের আগে বন্ধু এমনবাপ্পের উদ্দেশ্যে হাকিমি টুইট করে লেখেন, ‘শিগগির দেখা হবে বন্ধু।’ ভালোবাসার ইমোজি দিয়ে হাকিমিকে নিয়েও টুইট করেছেন এমবাপ্পে।

মরক্কোর হয়ে আশরাফ হাকিমি খেলেন রাইট ব্যাক পজিশনে। ফ্রান্সের হয়ে ওই প্রান্তেই আক্রমণে থাকেন এমবাপ্পে। ফাইনাল নিশ্চিত করতে দুই বন্ধুর একে অপরকে থামাতেই হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন