মন খারাপ করো না বন্ধু : এমবাপ্পে
কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফ্রান্স। সেমিফাইনালের এই ম্যাচে আলাদা নজরে ছিলেন দুই দেশের তারকা ফুটবলার এমবাপ্পে ও হাকিমি। মরক্কোর পরাজয়ের পর হাকিমিকে উদ্দেশ্যে করে টুইট করেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার এমবাপ্পে।
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে পরাজিত হয় মরক্কো। পুরো ম্যাচে দাপটের সঙ্গে খেললেও ভাগ্যের কাছে হার মানতে হয় তাদের। দুর্দান্ত ডিফেন্স ও ভয়ানক কিছু আক্রমণে গেলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা।
ম্যাচ শেষে হাকিমিকে উদ্দেশ্য করে টুইটারে এমবাপ্পে লিখেন, ‘মন খারাপ করো না বন্ধু, তোমরা যা করেছো তার জন্যে সবাই গর্বিত। তোমরা ইতিহাস গড়েছো।’
মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই বলেন, ‘আমি মনে করি, পুরো বিশ্ব মরক্কো দলকে নিয়ে গর্বিত। কেননা আমরা নিজেদের সেরাটা দেখিয়েছি। আমরা কঠোর পরিশ্রম করেছি এবং সৎ ও পরিশ্রমী ফুটবল খেলেছি।’
পুরো ম্যাচে ৬২ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে ফ্রান্সের জালমুখে ১৩টি শট নিলেও ফরোয়ার্ডদের দূর্বলতায় গোলের দেখা পায়নি মরক্কো। তবে পুরো ম্যাচ জুড়ে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে যেভাবে খেলেছে তাতে দলটির প্রশংসা করেছে সকল ফুটবলপ্রেমীরা।