জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
মহান বিজয় দিবসে জাতির বীর শহীদদের শ্রদ্ধা জানাতে সম্পূর্ণ প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ।
শুক্রবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে সৌধ প্রাঙ্গণ।
এরপরই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন স্থান থেকে আসা লাখ লাখ মানুষের ঢল নামবে সৌধের বেদিতে।
শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে আসা লাখো মানুষকে নিরাপত্তা দিতে এবং সুশৃঙ্খলভাবে বিজয় দিবস উদযাপনে পুরো সৌধ এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন। গোটা এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ও নিরাপত্তা চৌকি।
সৌধ এলাকা পরিদর্শন করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান। তিনি বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে ঘিরে তিন স্তরের নিরাপত্তায় জোরদার করা হয়েছে। নিরাপত্তার জন্য বিভিন্ন জায়গায় স্থাপন করা হয়েছে ওয়াচ টাওয়ার। গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। প্রায় সাড়ে তিন হাজার পুলিশ সদস্য সৌধ এলাকায় নিরাপত্তার দ্বায়িত্বে রয়েছেন।