আর্কাইভ থেকে ক্রিকেট

ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশীপ জমিয়ে দিলো ইংল্যান্ড

চেন্নাইতে ইতিহাস গড়া হয়নি ভারতের। উল্টো ইংল্যান্ডের কাছে বিশাল ব্যবধানে হেরেছে তারা। এতে করে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে উঠার লড়াই জমিয়ে তুললো ইংল্যান্ড। ঘরের মাঠে শক্তিশালী ভারতকে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ২২৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। ইংলিশদের কাছে এ পরাজয়ে ৯ বছর পর নিজেদের মাঠে কোনও টেস্ট ম্যাচে পরাজয়বরণ করলো ভারত।

চেন্নাই টেস্টে জিততে হলে নিজেদের মাঠে নতুন ইতিহাস গড়তে হবে, এমন সমীকরণে পঞ্চম দিন মাঠে নামে স্বাগতিকরা। শেষ দিনে ভারতের দরকার ৩৮১ রানের, হাতে ছিল ৯ উইকেট। তবে শেষ দিনের প্রথম সেশনেই ব্রিটিশদের দাপটে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা।

শেষ দিনে ব্যাটিংয়ে নেমেই ৫৮ রানে উইকেট হারায় স্বাগতিকরা। জ্যাক লিচের দ্বিতীয় শিকার হয়ে স্লিপে বেন স্টোকসের হাতে ধরা পড়েন চেতেশ্বর পূজারা (১৫)। পূজারা ফিরলেও অধিনায়ক কোহলিকে নিয়ে দারুণ ব্যাট করছিলেন গিল। টেস্ট ক্যারিয়ারে তুলে নেন তৃতীয় অর্ধশতক। এরপরেই টেস্ট ক্রিকেটের সবচেয়ে সফল পেসার অ্যান্ডারসনের ম্যাজিক স্পেলে লণ্ডভণ্ড সব প্রতিরোধ। ২৭তম ওভারে দলীয় ৯২ রানে দূর্দান্ত দুই ডেলিভারিতে গিল (৫০) ও রাহানকে (০) রানে বোল্ড করে প্যাভিলিয়নের পথ দেখান ইংলিশ পেসার। 

দলীয় ১১০ রানে আবারও অ্যান্ডারসনের আঘাত। এবার তার শিকার জানুয়ারির ‘আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ’ রিশাভ পান্ত (১১)। গুড লেন্থের বল ফ্লিক করতে গিয়ে শর্ট কভারে দেয়া জো রুটের হাতে সহজ ক্যাচ দেন পান্ত। পরের ওভারেই শূন্য রানে ডম বেসের বলে জশ বাটলারের হাতে ক্যাচ দিয়ে ফেলেন ওয়াশিংটন সুন্দরও। তখন দলীয় স্কোর দাঁড়ায় ১১৭ রানে ৬ উইকেট।

সপ্তম উইকেট অশ্বিনকে নিয়ে অধিনায়ক কোহলি কিছুটা প্রতিরোধ গড়লেও তা যথেষ্ট ছিলনা। দলীয় ১৭১ রানে লিচের তৃতীয় শিকার হন অশ্বিন। ২৪তম টেস্ট ফিফটি তুলে ৭২ রানে ফেরেন কোহলি। বেন স্টোকসের বলে বোল্ড হন ভারতীয় অধিনায়ক। এরপর আর কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন