আর্কাইভ থেকে বাংলাদেশ

‘ত্রাণ চাই না, বাঁধ চাই’প্ল্যাকার্ড নিয়ে সংসদে শাহজাদা

জাতীয় সংসদে বাজেটের উপর আলোচনায় তিনি এ দাবি জানান সাংসদ শাহজাদা।

ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণের দাবি জানাতে জাতীয় সংসদে অভিনব উপায় বেছে নিয়েছেন পটুয়াখালী-৩ (দশমিনা ও গলাচিপা) আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা।

বুধবার (১৬ জুন) জাতীয় সংসদে বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে ‘আর কোন দাবি নাই; ত্রাণ চাই না, বাঁধ চাই’ লেখা সংবলিত প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে দ্রুত দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় বাঁধ নির্মাণের দাবি জানান তিনি।

এস এম শাহজাদা বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে আমার নির্বাচনী এলাকার চরকাজল, চরবিশ্বাসসহ আরও অনেক চর রয়েছে যা বড় বড় নদী দ্বারা পরিবেষ্টিত। ইয়াসের সময় অতিরিক্ত জোয়ারে প্লাবিত হয় ওই এলাকার ফসলের ক্ষেত। পুকুরের মাছ ভেসে যায়। আমার দুটি উপজেলায় ক্ষতিগ্রস্তদের জন্য যথাক্রমে ৩৪ লাখ ও ২১ লাখ টাকা জরুরি বরাদ্দ দেওয়া হয়।

তিনি আরও বলেন, এসব সহায়তা বিতরণে এলাকায় গিয়েছিলাম। বাঁধ নিয়ে বিভিন্ন জায়গায় মানুষের ক্ষোভের খবর এসেছে। আমার এলাকার মানুষও ত্রাণ চায় না। এ সময় গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে এস এম শাহজাদা এলাকার সাধারণ মানুষের সঙ্গে একাত্মতা জানিয়ে বলেন, ‘আর কোনো দাবি নাই; ত্রাণ চাই না,বাঁধ চাই।

এ সম্পর্কিত আরও পড়ুন