আর্কাইভ থেকে জাতীয়

ব্যাংকে লেনদেন বিকেল সাড়ে তিনটা পর্যন্ত

করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ আরও এক দফা বাড়ানো হয়েছে। সরকারের দেয়া নতুন এই বিধিনিষেধ চলবে ১৫ জুলাই পর্যন্ত। সরকারি বিধি নিষেধ বাড়ানোর পাশাপাশি এখন থেকে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে। ব্যাংকের লেনদেনের সময় আরও ৩০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ বুধবার বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের পর ব্যাংকের লেনদেন বাড়ানোর প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

কাল থেকে ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। তবে পরবর্তী কার্যক্রমের জন্য বিকেল পাঁচটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গত ১৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনের প্রদত্ত অন্য নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে।

স্বাভাবিক সময়ে ব্যাংকের লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। করোনার কারণে লেনদেনের সময় কমিয়ে আনা হয়েছিল। তবে ব্যাংকিং লেনদেনের সময় তার স্বাভাবিক গতি ফিরে পাচ্ছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন