আর্কাইভ থেকে ফুটবল

আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচের দায়িত্বে যে রেফারি

রোববার লুসাইল স্টেডিয়ামে কাতারের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স।

চলমান বিশ্বকাপে রেফারি নিয়ে বেশ সমালোচনা চলছে। তিন-চারটি ম্যাচ নিয়ে বেশ বিতর্কও তৈরি হয়েছে। তাই সমর্থকদের মনে ভালোভাবেই উঁকি দিয়েছে এমন প্রশ্নের।

তাই ফাইনাল ম্যাচটির রেফারির দায়িত্বে কে থাকছেন? তিনি কোন দেশের? সমর্থকদের এ প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে ফিফা।

ফিফা জানিয়েছে পোল্যান্ডের রেফারি সিমন মার্চিনিয়াক আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এ তথ্য জানিয়েছে ডেইলি মেইল

শেষ ষোলোতে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ও গ্রুপ পর্বে ফ্রান্স-ডেনমার্ক ম্যাচে রেফারি ছিলেন এই পোলিশ।

এ সম্পর্কিত আরও পড়ুন