বাজারের ব্যাগে আলুর নিচে কোটি টাকার হেরোইন
বাজার করা ব্যাগের মধ্যে আলু ও পেঁয়াজের নিচে অভিনব কায়দায় লুকানো ছিল ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ১ কেজি ১০০ গ্রাম হেরোইন।
আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালার মাদরাসা মোড় থেকে র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব) মো. টুটুল ইসলাম (৩৬) নামে এক মাদককারবারিকে হাতেনাতে আটক করে।
আটককৃত টুটুল শিবগঞ্জ উপজেলার বাগবাড়ী মিয়াপুর গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে। র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে৷
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল মাদরাসা মোড়ে অভিযান পরিচালনা করে। এ সময় বিসমিল্লাহ ক্যামেরা বাজার দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে বাজারের ব্যাগে থাকা হেরোইনসহ টুটুলকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি অধিনায়ক লেফট্যানেন্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে উদ্ধারকৃত হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে সে নিজ হেফাজতে রেখেছিল। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।