আর্কাইভ থেকে ক্রিকেট

১৫০ রানেই অলআউট টাইগাররা

ফলো অন এড়াতে বাংলাদেশকে করতে হতো ২০৪ রান। আগেরদিন শেষ বিকেলে মেহেদী হাসান মিরাজ এবং এবাদত হোসেনের দৃঢ়তায় অলআউট হওয়া থেকে বেঁচেছিলো বাংলাদেশ। সে রানটা মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেনরা তুলতে পারবেন না, এমন একটা শঙ্কা ছিল আগের দিনের শেষেই। সে শঙ্কাটা সত্যি হয়েছে আজ। ১৩৩ রান নিয়ে দিন শেষ করা বাংলাদেশ শেষ দুই উইকেটে আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে তুলতে পারল ১৭ রান, অলআউট হলো ১৫০ রানে।

প্রথম ইনিংসে ভারতের ৪০৪ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ১৩৩ রান করেছিলো বাংলাদেশ। ২ উইকেট হাতে নিয়ে ২৭১ রানে পিছিয়ে ছিলো বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজ ১৬ ও এবাদত হোসেন ১৩ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিন বাকী ২ উইকেটে ১৭ রান যোগ করে গুটিয়ে যায় বাংলাদেশ। এবাদত ১৭ ও মিরাজ ২৫ রানে আউট হন।

ভারতের বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব ৪০ রানে ৫ উইকেট নেন। পেসার মোহাম্মদ সিরাজ ২০ রানে ৩ উইকেট নেন।

বাংলাদেশের পক্ষে সাকিব ও মিরাজ ৪টি করে উইকেট পেয়েছিলেন। তবে ব্যাট হাতে সর্বোচ্চ ২৮ রান আসে মুশফিকের হাতে।

এ সম্পর্কিত আরও পড়ুন