চট্টগ্রাম টেস্টে বড় লিড নিয়েছে ভারত
চট্টগ্রাম টেস্টেও রানের পাহাড় গড়ছে ভারত। বড় লিড নিয়েছে ভারত। এর আগে তৃতীয় ওয়ানডেতেও অনেক রান করে ভারত। আজ শুক্রবার (১৬ ডিসেম্বর) টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশকে ফলোঅন না করিয়ে ব্যাট করতে নামে তারা। ২ উইকেটে ২৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। সব মিলিয়ে লিড ৫১২ রানের। এদির সেঞ্চুরি করেন শুভমান গিল ও চেতেশ্বর পূজারা। এর আগে ১ম ইনিংসে ভারত থামে ৪০৪ রানে। জবাব দিতে নেমে আগের দিনই পথ হারায় সাকিব আল হাসানের দল। এরপর শুক্রবার সকালে বাংলাদেশ দল ১ম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়। ফলোঅনে পড়ে টাইগাররা। কিন্তু ভারত ফলোঅন না করিয়ে নিজেরাই নামে ব্যাটিংয়ে।