আর্কাইভ থেকে ফুটবল

প্রথম দল হিসেবে ইউরোর নকআউট পর্বে ইতালি

টানা দুই জয়ে ইউরোর প্রথম দল হিসেবে নকআউট পর্বে ইতালি। সুইজারল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে রবার্তো মানচিনির দল। জোড়া গোল করেছেন ম্যানুয়েল লোকাতেল্লি। ইতালির মতই জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েলস। তুরস্ককে ২-০ গোলে হারিয়ে এগিয়ে শেষ ষোলোর পথে। আর ফিনল্যান্ডের বিপক্ষে রাশিয়ার জয় ১-০ গোলে।
 
রোম শহরের মতই রহস্যময় ইতালি। দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ছয় গোল। ইউরোর ইতিহাসে আজ্জুরিরা যা করতে পারেনি আর কখনোই। তুরস্কের পর এবার সুইজারল্যান্ড। স্কোরলাইন সেই ৩-০। ব্যাক টু ব্যাক জয়ে আসরের প্রথম দল হিসেবে নিশ্চিত করলো নক আউট পর্ব। এই ইতালি যারা বাছাই পর্বের ব্যর্থতায় খেলতে পারেনি শেষ বিশ্বকাপ।

যার পরশে ইতালি হয়ে উঠেছে অপ্রতিরোধ্য তিনি রবার্তো মানচিনি। ম্যাচের ২০ মিনিট না যেতেই সে বার্তা অধিনায়ক কিয়েলিনির। যদিও ভিএআরে বাদ যায় সেই গোল। আক্ষেপ ঘোচালেন ম্যানুয়েল লোকাতেল্লি। খানিক বিরতি দিয়ে লিড নিলো আজ্জুরি। বিরতির পর কিছুটা সময় বল পজেশনে পিছিয়ে পড়লেও ডাবল লিড পায় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই লোকাতেল্লির নৈপুণ্য।
 
পিছিয়ে পড়া বাকিটা সময় ম্যাচে ঘুরে দাঁড়ানোর বৃথা চেষ্টা সুইজারল্যান্ডের। যেখানে ব্যাক টু ব্যাক ম্যাচে গোল করে জয়ের সমীকরণ বড় করেন চিরো ইম্মোবিল। এনিয়ে টানা ২৯ ম্যাচ অপরাজিত ইতালি। রক্ষণ যথারীতি চীনের প্রাচীর। টানা ১০ ম্যাচ জাল অক্ষত রেখেছে রবার্তো মানচিনির দল। আর আক্রমণ সে তো বদলে যাওয়া ইতালির নতুন রুপকথা লিখে চলেছে।

এদিকে তুরস্কের বিপক্ষে জয়ে শেষ ষোলোর পথে অনেকটাই এগিয়ে ওয়েলস। পেনাল্টি মিস করেও নায়ক পোস্টার বয় গ্যারেথ বেল। দুই গোলেরই যোগানদাতা টটেনহ্যাম তারকা। যার প্রথমটা লুফে নিয়েছেন অ্যারন রামসে। ওয়েলস দূর্গে বারবারই মিলিয়ে যায় তুরস্কের আক্রমণ। এতে বেড়েছে হতাশা। মেজাজ হারিয়ে বিবাদে জড়িয়েছেন তুর্কী অধিনায়ক বুরাক ইলমাজ। নিশ্চুপ থেকে, নিরবেই জবাব দিলেন গ্যারেথ বেল। কর্ণার থেকে দারুণ মুভে স্কোরলাইন ২-০ করে দেন কন্নর রবার্টস। তুরস্কের বিপক্ষে ওয়েলসের এই জয় চার দশক পর।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন