আর্কাইভ থেকে ক্রিকেট

চতুর্থ দিন শেষে ২৪০ রানে পিছিয়ে বাংলাদেশ

দিনের শুরুটা ভালো থাকলেও শেষে এসে শঙ্কায় পড়ে যায় টাইগাররা। সাকিব আল হাসান এবং মেহেদী মিরাজের ব্যাটে চতুর্থদিন শেষ করেছে বাংলাদেশ। চট্টগ্রামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেষ্টে চতুর্থ দিন শেষে ২৪০ রানে পিছিয়ে স্বাগতিক বাংলাদেশ। অন্যদিকে ভারতের চাই ৪ উইকেট।  সাকিব ৪০ এবং মিরাজ ৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ৯ টা ৩০ এ ও উইকেট নিয়ে মাঠে নেমে ১০০ রানের জুটি গড়েন নাজমুল হাসান শান্ত এবং জাকির হাসান মিলে। তবে দলীয় ১২৪ রানের মাথায় ব্যাক্তিগত ৬৭ রানে উমেশ যাদবের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান শান্ত।

শান্ত ফিরে যাওয়ার পর অক্ষর প্যাটেল ব্যাক্তিগত ৫ রানের মাথায় বোল্ড হয়ে ফিরে যান ইয়াসির আলী। এরপর লিটন দাশের সাথে নিয়ে এগিয়ে যেতে থাকে জাকির হোসেন।  চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টেই সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেন জাকির।

সেঞ্চুরি করে জাকিরের ফেরার পরই ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলাদেশ দল। দলীয় ২৩৫ রানের মাথায় অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে ২৩ রান করে ফিরে যান মুশফিক। একই ওভারে মাত্র ৩ রান করে পর ফিরে যান নুরুল হাসান সোহানও।

শেষপর্যন্ত সাকিবের অপরাজিত ৪০ এবং মিরাজের ৩ রান নিয়ে ২৭২ রানে রানে ৬ উইকেটে দিন শেষ করে স্বাগতিকরা।

 

এ সম্পর্কিত আরও পড়ুন