'পুঁজিবাজার নিয়ে জুয়া চলছে'
সম্প্রতি পুঁজিবাজারে আবারো অস্বাভাকি দরপতন ঘটেছে। এর জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোর কারসাজিকে দায়ী করেন বিনিয়োগকারীরা। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের অভিযোগ, দরপতন হচ্ছে ইচ্ছাকৃতভাবে। বাজার নিয়ে জুয়া খেলা চলছে।
তবে দরপতনের দায় ঢাকা স্টক এক্সচেঞ্জ এড়াতে পারে না বলে স্বীকার করেন, সংস্থাটির পরিচালক রকিবুর রহমান।
বিশ্লেষকরা বলছেন, এ খাতে সুশাসন ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা না গেলে পুঁজিবাজারের উন্নয়ন সম্ভব নয়।
অতিমারি করোনার ভীতি কাটিয়ে চাঞ্চল্য ফিরেছে অর্থনীতিতে। তবে, টালমাটাল পরিস্থিতি যেন সামলানোই যাচ্ছে না দেশের পুঁজিবাজারে। এক মাস ধরেই দর হারাচ্ছে বাজার। গত রোব ও সোমবার পতন হয়েছে দুই-তৃতীয়াংশ শেয়ারের। এসময় ডিএসইএক্স সুচক হারিয়েছে পৌনে ৫ শতাংশ আর ডিএসইএক্স-৩০ হারায় প্রায় ৭ শতাংশ। টাকার অংকে যা প্রায় ২১ হাজার কোটি।
ডিএসই’র সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক রকিবুল ইসলাম স্বীকার করেন, বাজার স্থিতিশীল রাখতে যথাযথ উদ্যোগ নেয়া হচ্ছে না
বিশ্লেষকদের মতে, এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা। এজন্য দেশের শীর্ষ কোম্পানিগুলোকে বাজারে আনতে হবে।
শেখ সোহান