যুক্তরাষ্ট্র দ্রুত ছড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট বা ভারতীয় ধরন
যুক্তরাষ্ট্র দ্রুত ছড়াচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট বা ভারতীয় ধরন। এই শঙ্কার কথা জানালো দেশটির রোগ নিয়ন্ত্রণ সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল-সিডিসি।
হোয়াইট হাউজের কোভিড-১৯ বিষয়ক সাবেক সিনিয়র উপদেষ্টা অ্যান্ডি স্ল্যাভিট বলেছেন, যারা ভ্যাকসিন নিয়ে ফেলেছেন তাদের জন্য তেমন একটা দুঃশ্চিন্তার কারণ নেই। পাবলিক হেলথ ইংল্যান্ডের নতুন এক গবেষণায় দেখা যায়, ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত ব্যক্তি যারা ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছেন তারা হাসপাতাল ছাড়ছেন। এতে আরো বলা হয়, ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনটি ৯৬ শতাংশ কার্যকর ফলাফল দেখিয়েছে। বুধবার বৃটেনে রেকর্ড সংখ্যক নয় হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে করোনায়।
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯ হাজার ৪৪১ জন। একই সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ৬২৩ জন। সব মিলিয়ে বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩৮ লাখ ৪৮ হাজার ৮২৫ জনে। মোট শনাক্ত রোগী ১৭ কোটি ৭৮ লাখ ৭ হাজার ৩৯৬ জনে।