যাত্রী সেজে চালককে খুন করে অটোরিকশা ছিনতাই
নারায়ণগঞ্জের ফতুল্লায় চালককে গলাকেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি।
বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জের পিলকুনি মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল রাজ্জাক।
তিনি জানান, ধারণা করা হচ্ছে পিলকুনি এলাকায় ছিনতাইকারীরা চালককে মারধর করে অটোরিকশাটি ছিনিয়ে নেয়ায় সময় ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে গলাকেটে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মুনিয়া