জমি নিয়ে সংঘর্ষে ২ জন নিহত, আহত ৫
রাজশাহীর চারঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও ৮ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, চারঘাট বাঁকড়া পশ্চিমপাড়া গ্রামের দেদার হোসেনের ছেলে আজিজুর রহমান ওরফে আজিজ (৪৫) ও জেকের হোসেনের ছেলে আকরাম হোসেন (৬০)। আজিজুর ও আকরাম সম্পর্কে চাচাতো ভাই।
আজ শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে চারঘাটের ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের বাঁকড়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
চারঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণব কুমার জানান, জমি নিয়ে বিরোধের জেরধরে আজিজুর ও আকরামের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুইপক্ষের আরও কিছু লোকজন জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে দুইপক্ষের ৮ জন আহত হন। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক আজিজুর ও আকরামকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, সংঘর্ষে মারা যাওয়া দুই জনের লাশ হাসপাতালেই আছে। আহতরাও চিকিৎসা নিচ্ছেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। সংঘর্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।