এসি বিস্ফোরণে দগ্ধ সেই নারী মৃত্যু
রাজধানীর মিরপুর ১৩ নম্বরের পূর্ব-ইমামনগর এলাকায় এসি বিস্ফোরণে দগ্ধ হাজেরা বেগম (৪৫) মারা গেছেন।
শনিবার (১৭ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (১৬ ডিসেম্বর) দিনগত রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় হাজেরা বেগম ছাড়াও আরিয়ান নামে এক কিশোর দগ্ধ হয়।
আরিয়ানের বাবা রেজাউল ইসলাম জানিয়েছেন, শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তার ছেলে ও হাজেরা বেগমকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন তিনি।
ওইদিন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, হাজেরা বেগমের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। আরিয়ানের শরীরের ৭০ শতাংশ দগ্ধ।