আর্কাইভ থেকে করোনা ভাইরাস

গেম চেঞ্জার হতে পারে করোনার নতুন টিকা, কার্যকরী ৯০ শতাংশ!

করোনাভাইরাসের বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকরী ভারতের তৈরি নতুন টিকা কোরবিভ্যাক্স। এই টিকা গেম চেঞ্জার হয়ে উঠতে পারে বলে মনে করছে স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞরা।

ভারতীয় গণমাধ্যম এই সময় জানিয়েছে, বায়োলজিক্যাল ই-তৈরি এই টিকার নাম কোরবিভ্যাক্স। ভারতের কেন্দ্রীয় কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারপার্সন ডা. এন কে আরোরা জানান, খুব শিগগিরই টিকাটির তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হবে। অক্টোবর থেকেই এই টিকা হাতে পেতে পারে সাধারণ মানুষ।

ডা. এ কে আরোরা আরো জানিয়েছেন, এই টিকা করোনার বিরুদ্ধে ৯০ শতাংশ কার্যকরী বলে দাবি করেছে টিকা প্রস্তুতকারী সংস্থা। 'নোভাভ্যাক্স টিকার মতোই আরও একটি টিকা কোরবিভ্যাক্সের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। চলতি বছরই নোভাভ্যাক্স টিকার এক বিলিয়ন ডোজ প্রস্তুত করছে পুনের সেরাম ইনস্টিটিউট। এটি টিকার দাম হবে অনেক কম। নোভাভ্যাক্সের মতো করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকরী কোরবিভ্যাক্সও।

বায়োলজিক্যাল ই-র এই টিকার দুটি ডোজের দাম হতে পারে ২৫০ টাকা।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন