আর্কাইভ থেকে ফুটবল

‘আরও কয়েকটি ম্যাচের অভিজ্ঞতা চালিয়ে যেতে চাই’

‘আমি বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে আরও কয়েকটি ম্যাচের অভিজ্ঞতা চালিয়ে যেতে চাই।’ বললেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।

রোববার (১৮ ডিসেম্বর) কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ও দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যকার শিরোপার ম্যাচে জমজমাট লড়াই হয়।

ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি শুট আউটে মহাকাব্যিক জয়ের পর স্থানীয় একটি টেলিভিশনকে ৩৫ বছর বয়সী মেসি এখনই জাতীয় দল থেকে অবসর নেয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানান।

ক্ষণে ক্ষণে রঙ বদলানো এ দ্বৈরথ সব নাটকীয়তাকেই যেন হার মানায়। মেসিদের এ রোমাঞ্চকর জয়ের দিনে অনেকে ভেবেছেন অবসরে যেতে পারেন এ কিংবদন্তি।

মেসি বলেন, ‘আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে তিনি ২০১৪ সালে একটি বড় আন্তর্জাতিক ট্রফি হারিয়ে ফেলার পর তার ক্যারিয়ার প্রায় শেষ হয়ে গিয়েছে।’

তিনি বলেন, ‘অবশ্যই আমি এটি দিয়ে আমার ক্যারিয়ার শেষ করতে চাই, আমি এর বেশি কিছু চাইতে পারি না।’

মেসি আরও বলেন, ‘আমার ক্যারিয়ার প্রায় শেষ কারণ এটি আমার শেষ বছর।’

পঞ্চমবারের চেষ্টায় অবশেষে বিশ্বকাপ শিরোপার স্বাদ পেলেন ফুটবলের মহারাজা মেসি। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটেও আলাদা করা যায়নি বিশ্বের অন্যতম সেরা দুটি দলকে।

এ সম্পর্কিত আরও পড়ুন