আর্কাইভ থেকে ক্রিকেট

পিএসএলের জুয়া কান্ডে লাহোরে গ্রেফতার দুই

জুয়াড়িদের পদচারণায় মুখর আজকাল সকল ক্রিকেট পল্লী। নতুন সব কায়দাকানুন করেও তাদের ঠেকাতে ব্যর্থ আইসিসি থেকে প্রশাসন। তারই সূত্রে এবার চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়ে দুই জুয়াড়িকে আটক করেছে লাহোর পুলিশ।

আবুধাবির আসরে পাকিস্তানে থেকেই জুয়াড়িরা নিজেদের কুকর্ম চলমান রেখেছে। তাদের মধ্য থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। মির্জা আদিল আর শাকুর বাইগ নামের ২ আসামির কথায় পাকিস্তানে আরো জুয়াড়ি চক্র আছে।

লাহোর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজি ধরার অভিযোগে আমরা দুইজনকে আটক করেছি। ওরা পাকিস্তানে থেকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) জুয়া নিয়ে কারবার করতো। আমরা অনেক তৎপর এই বিষয়ে। জলদি বাকিদেরও ধরার চেষ্টা থাকবে।

চলতি বছরের ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ষষ্ঠ পিএসএলের আসর থমকে গিয়েছিল করোনাভাইরাসের সংক্রমণের কারণে। টুর্নামেন্ট সংশ্লিষ্ট ৭ জন কোভিডে আক্রান্ত হয়েছিলেন। অবশেষে গেল ৯ জুন দুবাইয়ে আবারো মাঠে গড়িয়েছে আসরটি।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন