আর্কাইভ থেকে বাংলাদেশ

রোহিঙ্গাদের পাসপোর্ট সহযোগিতা : ৩ পুলিশ পরিদর্শকসহ ১৭ জনের নামে মামলা

কক্সবাজারে ১৩ জন রোহিঙ্গাকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট করে দেয়ার সহযোগিতায় জড়িত থাকায় তিন পুলিশ পরিদর্শকসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাদের এ অবৈধ সহায়তা  দেয়ার অভিযোগ পাওয়ায় তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়।

বৃহস্পতিবার (১৭ জুন) দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বাদী হয়ে মামলা করেন।

দুদক কর্মকর্তা মো. শরীফ উদ্দিন বলেন, আসামি তিন পুলিশ পরিদর্শক অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদানে সহযোগিতা করেন। এছাড়া তাদের আইডি কার্ড প্রাপ্তিতে সহযোগিতা করেন জেলা নির্বাচন কমিশনের এক কর্মকর্তা। তাই তারা চারজন এবং অবৈধভাবে আইডি ও পাসপোর্ট প্রাপ্ত ১৩ রোহিঙ্গাসহ মোট ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।    

এ সম্পর্কিত আরও পড়ুন