১৫ দিনে গ্রেফতার প্রায় ২৪ হাজার
১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এসময় গ্রেফতার করা হয়েছে প্রায় ২৪ হাজার জনকে। তাদের মধ্যে ৭২ জন সন্ত্রাসী ও জঙ্গি। অভিযানে দুই লাখের বেশি ইয়াবা জব্দ করা হয়েছে।
আজ সোমবার (১৯ ডিসেম্বর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, বিজয় দিবস, বড়দিন ও থার্টিফাস্ট নাইট নিরাপদ ভাবে উদযাপন করার লক্ষ্যে সারাদেশে বিশেষ অভিযান শুরু করেছিলো পুলিশ। ১৫ দিনে ৩৩ হাজার ৪২৯টি অভিযান চালানো হয়।
অভিযানে মোট গ্রেফতার করা হয় ২৩ হাজার ৯৬৮ জনকে। গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ১৫ হাজার ৯৬৮ জন। বাকি আট হাজার জনকে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন অভিযোগে। এই আট হাজার জনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় পাঁচ হাজার ১৩২টি মামলা হয়েছে।