সাভারে পোশাক কারখানায় আগুন, গ্রেপ্তার ২
সাভারে একটি তৈরি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনায় দুই শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে সাভারের পাকিজা এলাকায় পাকিজা নীট কম্পোজিট কারখানার নয় তলা ভবনের আটতলায় এই আগুন লাগার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা।
এ সময় আট তলায় কর্মরত তহুরা বেগম নামের (পলিম্যান) নারী শ্রমিক ও সেখানে কর্মরত হালিম নামের (সুপারভাইজার) এই দুইজনের গতিবিধি কারখানা কর্তপক্ষের সন্দেহ হলে।
তারা দুইজনে কারখানার আটতলা ফ্লোরে আগুন ধরিয়ে দিয়েছেন এমন অভিযোগে তাদের নামে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন কারখানা কতৃপক্ষ। পরে রাতেই তাদের দুজনকে কারখানার ভিতর থেকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ওসি দীপক চন্দ্র সাহা বলেন , নাশকতার উদ্দেশ্যে সেখানে আগুন দিয়েছে কিনা তদন্ত করা হচ্ছে।
এ বিষয়ে কারখানা কতৃপক্ষ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।