পূর্বাচলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
পূর্বাচল নতুন শহর প্রকল্পের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রাজউক। বিভিন্ন সেক্টরে একটি সিন্ডিকেট পাকা স্থাপনা করে অবৈধভাবে প্লট দখল করে রেস্টুরেন্টে, বাড়ি ঘর করে বসত করে আসছিলো এমন অভিযোগ থাকার পর রাজউক প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল থেকে পূর্বাচল প্রকল্পের পিডি মনিরুল হকের নেতৃত্বে ও প্রজেক্ট পরিচালক রাব্বী হাসানের উপস্থিতিতে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্যাট ও বিপুল পরিমাণ পুলিশের সহায়তায় পূর্বাচলের ২নং সেক্টর এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এ সময় পাকা ও আধাপাকা সব স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। ধারাবাহিকভাবে অন্যান্য সেক্টরেও অভিযান পরিচালনা করার ঘোষনা দিয়েছেন কর্মকর্তারা।
এর আগে পূর্বাচলের ১নং সেক্টরে ৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন তারা।
নারায়ণগঞ্জ, প্রতিনিধি