আল জাজিরার সম্প্রচার নিয়ে আদালতের সিদ্ধান্ত বুধবার
দেশে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আগামীকাল বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শুরু হবে।
আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকালে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এই সময় নির্ধারণ করেন।
রিটে সংবাদমাধ্যমটির প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ প্রতিবেদনটি ইউটিউব, টুইটার, ফেসবুকসহ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণ করার নির্দেশনা চাওয়া হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এনামুল কবীর ইমন এ রিট দায়ের করেন।
রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্যপ্রযুক্তি সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক একটি প্রতিবেদন সম্প্রচার করে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। সেখানে প্রচারিত তথ্যকে মিথ্যা ও বানোয়াট আখ্যায়িত করে এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং সেনা সদর দপ্তর। অনুসন্ধানমূলক প্রতিবেদনটি প্রকাশের পর থেকেই দেশ-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
শেখ সোহান