আর্কাইভ থেকে জাতীয়

বাংলাদেশকে ধন্যবাদ জানালেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট

দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনাকে অভিনন্দন বার্তা পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অভিনন্দন বার্তার জবাবে শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজ।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ফার্নান্দেজ।

টুইটে তিনি লেখেন, ‘ধন্যবাদ শেখ হাসিনা এবং পুরো বাংলাদেশের জনগণকে। সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার প্রতি সেদেশের মানুষের যে ভালোবাসা দেখেছি তা বর্ণনাতীত। পরিপ্রেক্ষিতে নীল-সাদা পতাকার পাশাপাশি এখানেও উড়ছে লাল-সবুজ পতাকা। আসুন এই সম্পর্ককে আরও গভীর করি।’

এর আগে আর্জেন্টিনার প্রেসিডেন্টকে পাঠানো এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী লিখেছিলেন, ‘বাংলাদেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে, আর্জেন্টিনার ফুটবলের দুর্দান্ত জয়ে আপনাকে ও আর্জেন্টিনা প্রজাতন্ত্রের বন্ধুত্বপূর্ণ জনগণকে এবং বিশ্বকাপজয়ী দলকে আমাদের আন্তরিক অভিনন্দন।’

তিনি আরও বলেন, ‘আপনার জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ের স্বতঃস্ফূর্ত উদযাপনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তাদের প্রশংসা ও ভালোবাসার পরিচয় দিয়েছে। আমাদের দুই দেশের জনগণের মধ্যে এই অভূতপূর্ব ভালোবাসা, স্নেহ ও দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্কের পথ প্রশস্ত করেছে।’

🇦🇷🇧🇩 Gracias Sheikh Hasina y al pueblo entero de Bangladesh ❤️

La unión y el cariño mutuo que vimos en las últimas semanas se ha vuelto inexplicable, hoy aquí también flamean ambas banderas. Profundicemos este vínculo 🤝 pic.twitter.com/VonwVdn3Ti

— Alberto Fernández (@alferdez) December 20, 2022

এ সম্পর্কিত আরও পড়ুন