আর্কাইভ থেকে জাতীয়

রাস্তাঘাটে শৃঙ্খলা না থাকলে স্মার্ট বাংলাদেশ হবে না

স্মার্ট বাংলাদেশ কোনদিনও হবে না যদি দেশের রাস্তাঘাটে শৃঙ্খলা না থাকে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দেশের ১০০ মহাসড়ক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সৌভাগ্যের বরকন্যা। আজকের বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যাজিক লিডারশিপে অসাধ্যকে সাধন করছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী আপনি যখন দায়িত্ব দিয়েছিলেন ২০১১ সালে শেষ দিকে তখন আমাকে জিজ্ঞাসা করেছিলেন তুমি এখানে পারবে কিনা। আমি বলেছিলাম কাজের জায়গা চাই। আমাকে কাজের জায়গা দেয়। আপনার ছায়া থাকলে পারব। এরপর দায়িত্ব পাই।

আজকের অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় পর্যায়ে দুই হাজার ২১ কিলোমিটার দৈর্ঘের ১০০টি মহাসড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এসব সড়ক খুলে দেয়ার মধ্য দিয়ে পথের দূরত্ব কমার পাশাপাশি কমবে দুর্ভোগও।

 

এ সম্পর্কিত আরও পড়ুন