আর্কাইভ থেকে ফুটবল

রাউন্ড অব সিক্সটিনে বেলজিয়াম ও নেদারল্যান্ডস

টানা দু জয়ে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে বেলজিয়াম ও নেদারল্যান্ডস। 

প্রতিদ্বন্দ্বিতার ম্যাচে পিছিয়ে থেকেও ডেনমার্ক কে ২-১ গোলে হারিয়েছে বেলজিয়াম। আর অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছে নেদারল্যান্ডস। আর বৃহস্পিতিবার (১৭ জুন) প্রথম ম্যাচে নর্থ মেসিডোনিয়াকে ২-১ গোলে হারিয়ে আসরের প্রথম জয় তুলে নিয়েছে ইউক্রেন।

পার্কেন স্টেডিয়ামে কিছু বুঝে ওঠার আগেই গোলের দেখা পায় স্বাগতিকরা। ১ মিনিট ৩৯ সেকেন্ডে র‍্যাংকিংয়ে এক নম্বর দলের বিপক্ষে দলকে এগিয়ে দেন ইউসুফ পলসেন। তবে দ্বিতীয়ার্ধে ইনজুরি থেকে ফিরে কেভিন ডি ব্রুইনা নেমেই বদলে দেন ম্যাচের দৃশ্যপট। 
 
এ মিডফিল্ডারের দারুন পাস থেকে থরগান হ্যাজার্ডের গোলে সমতায় ফেরে বেলজিয়াম। ১৬ মিনিট পর এবার নিজেই গোলের দেখা পান কেভিন ডি ব্রুইনা। 

এরপর একের পর এক আক্রমণ করেও সমতায় ফেরা হয়নি ড্যানিশদের। ম্যাচের দশ মিনিটে করতালির মাধ্যমে ডেনিশ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেনকে স্মরণ করে পুরো স্টেডিয়াম।

অ্যামস্টারডামে রাশিয়াকে হারাতে বেগ পেতে হয়নি নেদারল্যান্ডসকে। ইয়োহান ক্রুইফ অ্যারেনায় মিমফিস ডিপে আর ডেঞ্জেল ডামফ্রিস ডাচদের সহজ জয় নিশ্চত করেন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন