আর্কাইভ থেকে দুর্ঘটনা

কম দামে মিষ্টি বিক্রি করায় ব্যবসায়ি খুন

গাইবান্ধার বালুয়া বাজারে কম দামে মিষ্টি বিক্রি করায় এক ব্যবসায়ি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। নিহত ওই মিষ্টি ব্যবসায়ির নাম রোকনুজ্জামান সরদার রোকন (৩৫)। নিহত রোকনুজ্জামান ভগবানপুর গ্রামের হারু সরদারের ছেলে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানিয়রা জানান, বালুয়া বাজারের ‘দুই বোন’ হোটেলের মালিক কনক মহন্ত ও কাজী হোটেলের মালিক শফি কাজির ছেলে সোহেল কাজির মধ্যে কম দামে মিষ্টি বিক্রিকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ঘটনা মীমাংসা করতে গেলে ছুরির আঘাতে ব্যবসায়ি রোকনুজ্জামান সরদার রোকনসহ কয়েকজন ব্যবসায়ি আহত হন।

আহতদের গাইবান্ধা সদর হাসপাতালে নিলে ব্যবসায়ি রোকন সরদার মারা যান।

এ ঘটনায় শুক্রবার সকালে নিহতের লোকজন প্রতিপক্ষের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় ও অগ্নিসংযোগ করে। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সদর থানার ওসি রজব আলী জানান, বালুয়া বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন