আর্কাইভ থেকে আবহাওয়া

ভারী বর্ষণে পাহাড় ধসের আশঙ্কা : আবহাওয়া অধিদপ্তর

মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিকেলে আহাওয়াবিদ মো. বজলুর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে শুক্রবার (১৮ জুন) বিকাল ৪টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাগাড়ী এলকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন